Dr. Ali Imam Ahsan
Dr. Ali Imam Ahsan

ডা. আলী ইমাম আহসান বর্তমানে ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল আগারগাঁও এ সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন , তিনি ২০০৬ সাল থেকে দীর্ঘ ২০ বছর নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে রোগীদের পরামর্শ দিয়ে সাথে আসছেন । এই দীর্ঘ সময় তিনি অসংখ্য রোগী অপারেশন এবং চিকিৎসা করে সুস্থ করেছেন এবং শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে অপারেশন এর সিদ্ধান্ত দিয়েছেন । ডা. আলী ইমাম ১৯৯৪ সালে রাজশাহী মেডিক্যাল কলেজের ৩৫ তম এমবিবিএস কোর্সএ ভর্তির যোগ্যতা অর্জন করেন এবং ২০০০ সালে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন । ২০০২ সালে বিশেষায়িত নাক কান গলা হাসপাতাল ( সাহিক ) মহাখালী তে মেডিকেল অফিসার হিসেবে চাকুরিজীবন শুরু করেন । ২০০৪ সালে ইংল্যান্ড এর লাইসেন্স পরীক্ষা (PLAB) এ উত্তীর্ণ হলে সেখানে Pinderfields General Hospital এ সিনিয়র হাউস অফিসার হিসাবে কাজ করেন । ২০০৬ সালে রয়্যাল কলেজ অফ সার্জনস, ইংল্যান্ড থেকে DOHNS (Diploma in Otolaryngology & Head Neck Surgery) ডিগ্রী অর্জন করেন । পরবর্তীতে বাংলাদেশ এ ফিরে সাহিক এ জুনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগ দেন । ২০১১ সালে বিসিপিএস থেকে FCPS (ENT) ডিগ্রী অর্জন করেন এবং সাহিক এ কনসালট্যান্ট হিসেবে কাজ করেন । ২০১৬ সালে তিনি ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল , আগারগাঁও এ যোগদান করেন এবং সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কাজ করে যাচ্ছেন । এছড়া ২০২০ সালে কানের সার্জারি তে কাজ করার জন্য ইংল্যান্ড এ Diana Princess of Wales Hospital এ Locum ENT consultant পোস্ট এ এক বছর কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন । এছাড়াও কানের মাইক্রো ইয়ার সার্জারি এবং এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি তে অপারেশনের দক্ষতা বৃদ্ধির জন্যে বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেন - ২০০৮ সালে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন এ ২০১২ সালে ব্র্যাডফোর্ড হসপিটাল ইংল্যান্ড এ ২০১৪ সালে বিবেকানন্দ ইনস্টিটিউট ইন্ডিয়া তে ২০১৭ সালে প্রফেসর রেণুকা ব্রাদুর সেন্টার এ ২০১৮ সালে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল এ ২০২৩ সালে সাংহাই, চায়না তে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন । অন্যান্য অপারেশন ছাড়াও কান ও সাইনাস এর অপারেশন এ বিশেষ আগ্রহের জন্যে ডা. আলী ইমাম প্রধানত Functional Endoscopic Sinus Surgery (FESS) এবং কানের মাইক্রোস্কোপিক সার্জারি - টিম্পনোপ্লাস্টি , মাস্টয়ডেকটমি , স্টেপেডটমি এই ধরনের জটিল অপারেশনগুলো বেশি করে থাকেন ।

Back