Dr Baha Uddin
Dr Baha Uddin

ডা: মোঃ বাহাউদ্দিন, সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউট আগারগাঁও, ঢাকাতে। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে উনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন (এমবিবিএস) সম্পন্ন করেন । তারপরই উনি ইএনটিতে ক্যারিয়ার শুরু করেন। বাংলাদেশের প্রথম মেডিকেল ইউনিভার্সিটি যা পিজি হাসপাতাল নামে পরিচিত সেখান থেকে তিনি ইএনটিতে প্রথম উচ্চতর ডিগ্রি ডিএলও (DLO) পাশ করেন। পরবর্তীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস থেকে অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ এফসিপিএস(FCPS) ডিগ্রী অর্জন করেন। চিকিৎসা ক্ষেত্রে তার জ্ঞান, অর্জিত ডিগ্রী সমূহ, রোগী দেখার অভিজ্ঞতা এবং সার্জারির নিদারুণ দক্ষতা দেখে আমেরিকান কলেজ অফ সার্জনস(ACS) তাকে সম্মানসূচক এফএসিএস(FACS) প্রদান করেন। নাক কান গলার জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং সার্জারিতে দক্ষতা অর্জনের জন্য তিনি দেশে-বিদেশে বিভিন্ন কর্মশালায় , সভায়, সিম্পোজিয়ামে এবং ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন। তার এই সুদীর্ঘ ১৭ বছরের ইএনটি ক্যারিয়ারে তিনি অত্যন্ত সাবলীলভাবে এবং যত্ন সহকারে নিয়মিত রোগী দেখেছেন, নাক কান গলার বিভিন্ন ধরনের হাজার হাজার সার্জারি করেছেন, জুনিয়র সার্জনদের নিজ হাতে শিখিয়েছেন এবং তাদেরকেও পরবর্তী প্রজন্মের সার্জন হিসেবে তৈরি করেছেন। নাক কান গলার যেকোনো ধরণের এন্ডোসকপিক এবং মাইক্রোস্কোপিক সার্জারিতে উনি বিশেষভাবে পারদর্শী। মধ্যকর্ণের (কানের পর্দা ফুটা জনিত সমস্যা) সার্জারিতে উনি বাংলাদেশের অন্যতম সেরা, দক্ষ এবং প্রতিভাবান সার্জন। উনিই বাংলাদেশে ইন্টারলেয় টিমপেনোপ্লাস্টি সার্জারির প্রচলন করেন । এই সার্জারিতে তিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সার্জন। নাকের এন্ডোস্কপিক সাইনাস সার্জারিতে (FESS) উনি বিশেষভাবে পারদর্শী। এডিনয়েড এর সবচেয়ে আধুনিক সার্জারি মাইক্রো-ডিবরাইডার অ্যাসিস্ট্যান্ট এন্ডোস্কপিক এডিনয়ডেকটমী সার্জারিতে তার মত সার্জেনের জুড়ী মেলা ভার। বাংলাদেশে অত্যাধুনিক মাইক্রোস্কপিক থাইরয়েড এবং মাইক্রোস্কোপিক প্যারোটিড সার্জারির অন্যতম রূপকার তিনি।

Back