ডা: চন্দন সরকার ভেস্টিবুলার ফিজিশিয়ান হিসেবে ইএনটি এন্ড হেড-নেক ক্যান্সার হাসপাতাল ও প্রতিষ্ঠান আগারগাঁও ঢাকা, বাংলাদেশ এ কর্মরত আছেন। তিনি ঐতিহাসিক বিক্রমপুরের কৃতি সন্তান, ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন, ২০০৪-২০০৫ শিক্ষা বছরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেটে এম.বি.বি.এস কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেন এবং ২০১১ সালে কৃতিত্বের সাথে এম.বি.বি.এস পাশ করেন। ২০১২ সালে একই মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশীপ শেষ করার পর ভাল ফলাফল করার জন্য উক্ত মেডিকেল কলেজেই মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার সুযোগ লাভ করেন। ২০১৫ সালে তিনি ইএনটি এন্ড হেড-নেক ক্যান্সার হাসপাতাল ও প্রতিষ্ঠান আগারগাঁও ঢাকা এ ভেস্টিবুলার ফিজিশিয়ান হিসেবে যোগদান করেন অদ্যবধি প্রধান ভেস্টিবুলার ফিজিশিয়ান ( নিউরোটোলজিস্ট) হিসেবে কর্মরত আছেন। নিউরোটোলজি হল চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা ভার্টিগো ( অথাৎ ভাসসাম্য জনিত ব্যাধি), বধিরতা ( অথাৎ শ্রবণ জনিত ব্যাধি) এবং টিনিটাস ( কানে গুঞ্জন ) রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা । তিনি ভাসসাম্য জনিত ব্যাধি রোগীদের শারীরিক থেরাপি / ভেস্টিবুলার ফিজিওথেরাপির জন্য অত্যন্ত ফলপ্রসূ একটি ইউনিট শুরু করেছেন । ২০২২ সালে তিনি ইনস্টিটিউট অফ নিউরোটোলজি ও ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতার নিউরোটোলজি বিভাগের বিভাগীয় প্রধান উপমহাদেশের প্রখ্যাত নিউরোটোলজিস্ট প্রফেসর ডাঃ অনিবার্ণ বিশ্বাস স্যারের অধীনে এডভান্স ট্রেনিং ইন নিউরোটোলজি বিভাগে সুযোগ পান এবং প্রশিক্ষনকালীন অভিজ্ঞতা ও সফলতার জন্য তাকে সম্মান সূচক ফেলোশিপ ইন নিউরোটোলজি সার্টিফিকেট প্রদান করেন। ২০২৪ সালে সাইক্লোপস মেডটেক বেঙ্গালুরু, ভারতে ডাঃ রবি নায়েরের তত্ত্বাবধানে ক্লিনিক্যাল নিউরোটোলজি বিষয়ে প্রশিক্ষন গ্রহণ করেন। এছাড়াও নিউরোটোলজি বিভাগের জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং ভেস্টিবুলার রিহাবিলিটেশনের দক্ষতা অর্জনের জন্য তিনি দেশ-বিদেশে বিভিন্ন কর্মশালায়, সভায়, সিম্পোজিয়ামে এবং টেনিং এ অংশ গ্রহন করেছেন৷। তার সুদীর্ঘ নিউরোটোলজি ক্যারিয়ারে তিনি অত্যন্ত সাবলীলভাবে ও যত্ন সহকারে নিয়মিত রোগী দেখছেন এবং বিভিন্ন ধরনের ভেস্টিবুলার রিহাবিলিটেশন বা ব্যয়াম / থেরাপি দিয়ে থাকেন । উনিই থেরাপিউটিক এবং ডায়াগনস্টিক নিউরোটোলজি বিষয়ে বাংলাদেশের প্রথম এবং একমাত্র পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদান করেন ।
Back