Dr. Khwaja Sawda Tabassum
Dr. Khwaja Sawda Tabassum

ডাঃ খাজা সাওদা তাবাসসুম , ইএনটি ( নাক , কান ও গলা ) বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন একজন দক্ষ ও প্রতিশ্রুতিশীল ইএনটি বিশেষজ্ঞ, যিনি নাক ,কান ও গলার সকল ধরনের সার্জারিতে পারদর্শী । ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক পাশ করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ২০১২ সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের মাধ্যমে তার চিকিৎসা জীবন শুরু করেন। এরপর তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ডিপ্লোমা ইন অটোরাইনোল্যারিঙ্গোলজি (DLO ) ডিগ্রি অর্জন করেন এবং ইংল্যান্ডের রয়েল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ড (Royal College of Surgeons of England ) থেকে MRCS-ENT ডিগ্রি অর্জন করেন , যা ইএনটি বিষয়ে তার দক্ষতাকে বিশ্বমানের স্বীকৃতি দেয় । এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ( পূর্বতন পিজি হাসপাতাল) , গ্লাসগো (স্কটল্যান্ড) এবং কার্ডিফ (ইউকে) থেকে উচ্চতর প্রশিক্ষন লাভ করেন । বর্তমানে, তিনি নাক, কান ও গলা এবং হেড-নেক ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতালে সুদীর্ঘ সময় ধরে সুনামের সাথে কর্মরত আছেন। এছাড়াও তিনি জাতীয় কিকবক্সিং ফেডারেশনের প্যানেল চিকিৎসক হিসেবেও কাজ করে যাচ্ছেন । বিশেষ দক্ষতা ঃ *এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি ( নাক ও সাইনাস- জনিত সমস্যা) *মাইক্রো এয়ার সার্জারি( কানের জটিল অপারেশন) *ভোকার কর্ড ও মাইক্রোল্যারিঞ্জিয়াল সার্জারি ( কন্ঠনালী , কন্ঠস্বর, গিলতে সমস্যা ও স্বরতন্ত্র সংশ্লিষ্ট চিকিৎসা ) *হেড ও নেক সার্জারি( গলার ও ঘাড়ের জটিল টিউমার ও ক্যান্সার সার্জারি)

Back