ডাঃ মোহাম্মদ আরিফ হোসেন , তিনি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ই এন টি এন্ড হেড নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউট আগারগাঁও ঢাকাতে। তিনি ঐতিহাসিক বিক্রমপুরের কৃতি সন্তান। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস (গ্রাজুয়েশন) সম্পন্ন করেন। তারপরই উনি ই এন টি তে ক্যারিয়ার শুরু করেন। তিনি আর্মড ফোর্স মেডিকেল ইনস্টিটিউট থেকে ইএনটিতে উচ্চতর ডিগ্রি ডিএলও (DLO)অর্জন করেন। তিনি নাক কান গলার জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং সার্জারিতে দক্ষতা অর্জনের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা (সি এম এইচ) এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে ইএনটিতে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন। নাকের এলার্জি (allergy) এবং এলার্জি নিয়ন্ত্রণের জন্য ভ্যাকসিনের ব্যাপারে তার রয়েছে বিশেষ দক্ষতা। তার এই সুদীর্ঘ ১৩ বছরের ইএনটি ক্যারিয়ারে তিনি অত্যন্ত যত্নসহকারে নিয়মিত রোগী দেখে আসছেন। উনি নাক কান গলার বিভিন্ন ধরনের ক্যান্সার সার্জারি, কণ্ঠনালী এবং কণ্ঠস্বর এর অত্যাধুনিক মেশিনের মাধ্যমে চিকিৎসা ও নাকের এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির চিকিৎসা দিয়ে থাকেন।
Back